শনিবার ১৫ নভেম্বর ২০২৫ - ১৮:০৯
হযরত ফাতিমা যাহরা (সা.) এই সৃষ্টিজগতে বান্দা ও মাবুদের মধ্যে সম্পর্কের সর্বশ্রেষ্ঠ সেতুবন্ধন

ইরানের হাওজা ইলমিয়ার আন্তর্জাতিক বিভাগের প্রধান বলেছেন, হযরত যাহরা সালামুল্লাহ আলাইহা নবুয়ত ও ইমামতের মাঝে সংযোগের কেন্দ্রবিন্দু, এবং তাঁর মহিমান্বিত সত্তা মানুষকে সর্বোচ্চ আল্লাহর সাথে যুক্ত করার সবচেয়ে উজ্জ্বল ও পবিত্র মাধ্যম।

হাওজা নিউজ এজেন্সি–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাওজা ইলমিয়ার আন্তর্জাতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ও মুসলিমীন সাইয়্যেদ মুফিদ হুসাইনি কোহসারি বলেছেন যে হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ ও মহান আল্লাহর সংযোগের সর্বশ্রেষ্ঠ মাধ্যম; তাঁর মারিফত মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়।

হুজ্জাতুল ইসলাম কোহসারি কাজভিনে হযরত ফাতিমা যাহরা (সা.)–এর শাহাদাত উপলক্ষে আয়োজিত এক মাজলিসে বক্তৃতা দিতে গিয়ে বলেন, দুই জগতের নারী (সা.) নবুয়ত ও ইমামতের মধ্যে এক পবিত্র ও অপরিহার্য সংযোগ; যিনি ইসলামী উম্মতের কাছে নবুয়তের জ্ঞান ও ইমামতের শিক্ষা শুদ্ধ ও সংরক্ষিত রূপে পৌঁছে দিতে অতুলনীয় ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, হযরত যাহরা (সা.)–এর অস্তিত্ব মহান আল্লাহর সর্ববৃহৎ নিয়ামত, এবং আমাদের উচিত এই মহা দানের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকা।

ইরানের হাওজা ইলমিয়ার আন্তর্জাতিক বিভাগের প্রধান আরও বলেন:
“দুর্দশা ও বিপদের সময়ে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো হযরত যাহরা (সা.)–এর তাওস্সুল। যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে আন্তরিকতার সাথে একবার এই সালওয়াতটি পড়ুন:
«اَللّهُمَّ صَلِّ عَلی فاطِمَة وَ اَبیها وَ بَعْلِها وَ بَنیها وَ سِرِّ الْمُسْتَوْدَعِ فیها بِعَدَدِ ما اَحَاطَ بِهِ عِلْمُکَ»”

তিনি বলেন, কুরআন ও হাদিসে হযরত ফাতিমা (সা.)–এর মর্যাদা, স্থান ও পবিত্রতা সম্পর্কে অসংখ্য হৃদয়গ্রাহী ও ঈমান–উদ্দীপক বর্ণনা রয়েছে, যা সাক্ষ্য দেয় যে তিনি মানব–হেদায়েতের কেন্দ্রীয় বিন্দু।

বক্তৃতার শেষে তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় রেখেছেন শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আমরা তাঁর নৈকট্য অর্জন করতে পারি, আর এ পথ আহলুলবায়ত (আ.)–এর অনুসরণ ছাড়া সম্ভব নয়। মোমিনদের উচিত দোয়া, মুনাজাত ও শোকরগুজারিকে জীবনের স্থায়ী অংশ বানানো এবং আল্লাহর নিয়ামতগুলোকে তাঁর সন্তুষ্টির পথে ব্যবহার করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha